ছোট গল্প- চারা গাছ- হামিম



 #ছোট গল্প
চারা গাছ
— হামিম

রফিক অত্যন্ত ভাবুক একজন ছেলে। সারা দিন দুষ্টমি করে পাড়ার ছেলেদের সাথে তবে দুষ্টমি করলেও ভাবনার জগৎটা অনেক উন্নত তার। তার ভাবনার জগৎ জুড়ে প্রায়শই থাকে বিশ্বজাহানের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে। কিছু দিন আগের কথা তার স্মৃতিপটে ভোরের হাওয়ার ন্যায় দোলা দিয়ে গেল। 

রফিক পাড়ার ছেলেদের নিয়ে দুষ্টুমিতে ব্যস্ত। সে দেখতে পেল খানিক দূরেই গ্রামের রাস্তার পাশেই ছোট্ট একটি আমের চারা। সে যখন আমের চারা তুলতে যাবে ঠিক সেই মুহূর্তে রফিকের বাবা সেই স্থানে উপস্থিত। তারা বাবা হঠাৎ সেই জায়গায় উপস্থিত দেখে সে একটু ভীতু বনে গেল। না জানি বাবা আজকে আমার কি হাল করে। রফিক দৌড়ে পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে তার বাবা মিষ্টি স্বরে বললেন, রফিক তুমি এখানে কি করছো বাবা! রফিব উত্তর দিলো, না মানে বাবা! এই ছোট্ট চারাটি তুলছি। বাবা বললেন, তুমি যে এই ছোট্ট চারাটি যে নষ্ট করছো, সেটা কি ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হচ্ছে না। এই চারাটি যখন বড় হবে তখন সেটা কতো উপকারে আসবে সেটা কি তুমি জানো রফিক? রফিক বলল, না তো বাবা? বাবা বললেন, এই চারাটি একদিন বড় হবে, সে আমাদের সবাইকে বেঁচে থাকার জন্য্র অক্সিজেন দিবে, রোদের প্রখর তাপ থেকে বাঁচার জন্য দিবে শীতল ছায়া, আরো দিবে ফলের মৌসুমে সুস্বাদু মিষ্টি ফল যা আমাদের হৃদয়কে তৃপ্তি দিবে। আর তুমি জানো কি, আমাদের প্রিয় নবী (সাঃ) এ সম্পর্কে কী বলেছেন? রফিক বললো, কী বলেছে বাবা? বাবা বললেন, আমাদের প্রিয় নবী (সাঃ) বলেছেন যে, ‘‘কোনো মুসলমান যদি ফসলের ক্ষেত করে; কিংবা ফলের গাছ লাগায় আর তা থেকে মানুষ বা পশু—পাখি যে আহার করে, সেটাকে ঐ মুসলমান ব্যক্তির সদকা হিসেবে আল্লাহ লিখে রাখেন।’’ আমরা শুধু অক্সিজেন, ছায়া আর সুস্বাদু ফলই পাবো না তার সঙ্গে পাবো মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ আর সদকার ছাওয়াব। রফিক বাবাকে বললো, বাবা আমি আর চারা নষ্ট করবো না। বরং আমি এখন থেকে চারা গাছ লাগাবো সর্বত্রই। রফিকের সঙ্গে থাকা সাথীরাও এই অঙ্গীকার করলো যে, আমরা সবাই এখন থেকে আর চারা গাছ নষ্ট করবো না। আমরা সর্বত্রই গাছ লাগানোর চেষ্টা করবো। রফিক আর রফিকের সাথীরা এখন ফাঁকা জায়গাগুলোতে চারা গাছ লাগায়। এটা দেখে রফিকের বাবাসহ গ্রামের সবাই তাদের উপর খুশী এবং তাদের জন্য সবাই দোয়া করে।
Next Post Previous Post
6 Comments
  • Anonymous
    Anonymous June 11, 2023 at 1:05 PM

    ইন শা আল্লাহ

    • Admin
      Admin June 14, 2023 at 10:09 PM

      শুকরিয়া

  • Anonymous
    Anonymous July 4, 2023 at 8:46 PM

    Masha Allah

    • Admin
      Admin July 5, 2023 at 1:02 PM

      শুকরিয়া

  • Anonymous
    Anonymous December 8, 2023 at 4:08 PM

    sundor

    • Admin
      Admin December 18, 2023 at 10:10 AM

      Sukria

Add Comment
comment url